ধরন্দা রেল সেতুতে এ ঘটনার পর বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।
Published : 16 Feb 2025, 06:46 PM
দিনাজপুরের হিলি সীমান্তে রেলওয়ে সেতুর সংস্কার কাজ বিএসএফের বাধায় বন্ধ হয়ে গেছে।
শনিবার বিকালে ধরন্দা রেল সেতুতে এ ঘটনার পর বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ।
হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ইনচার্জ আব্দুর রহমান বলেন, দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা হিলি। এই সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেললাইন।
সেই রেললাইনের হিলির ধরন্দা ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
সেই লক্ষ্যে সেখানে ইট, বালু ও সিমেন্ট দিয়ে কাজ শুরুও করেন রেলওয়ে কর্মীরা। কিন্তু শনিবার কাজ শুরুর কয়েক ঘণ্টা পর বিএসএফ বাধা দিলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় বলে জানান রেলওয়ে কর্মকর্তা আব্দুর রহমান।
ধরন্দা গ্রামের বাসিন্দা শফিক বলেন, “কয়েকদিন ধরে আমাদের গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ করা হলে শনিবার বিকালে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলের কাছে এসে কাজ বন্ধ করতে বলে। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়। রোববারেও ভয়ে শ্রমিকরা কাজ করতে যায়নি।“
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত কুমার দাস সাংবাদিকদের বলেন, “শুনেছি বিএসএফ ব্রিজের সংস্কার কাজ করতে দিচ্ছে না। এর ফলে এই রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত ব্রিজের সংস্কার কাজ শেষ করা প্রয়োজন।”
এ বিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার থেকে রোববার পর্যন্ত কাজ বন্ধ আছে শুনেছি। তবে বিষয়টি বিজিবির, তারা বিএসএফের সঙ্গে কথা বলছে। ”
এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “৩০ জানুয়ারি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছিল। তখন তারা আপত্তি করবে না বলে জানিয়েছিল।
“কিন্তু ওই বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় এমন হয়েছে। তবে আমরা আবার তাদের সঙ্গে কথা বলছি। ”
মোবাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা বাংলাদেশের জায়গায়। সমস্যা হওয়ার কথা নয়। অচিরেই কাজ শুরু হবে। ”