রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান,শ্যালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন আসামি।
Published : 09 Sep 2024, 04:45 PM
নাটোরের লালপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে তার দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তিন বছর আগের এ মামলার রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান।
দণ্ডিত ৩২ বছর বয়সী জাহেদুল ইসলাম ওরফে জারেদ লালপুরের আব্দুলপুর পূর্বপাড়া এলাকার মজিদ প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক।
মামলার বরাতে আনিসুর বলেন, ২০২১ সালের ১৫ মার্চ ১৪ বছরের শ্যালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে কুষ্টিয়া নিয়ে যান জাহেদুল। সেখানে এক বাড়িতে নিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। মেয়েটির বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং জাহেদুলকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক ওই বছরের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের ওই কৌঁসুলি।