সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

পিপি জানান, স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন মোস্তফা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 11:50 AM
Updated : 27 March 2023, 11:50 AM

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) জহুরুল হায়দার।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তফা বিশ্বাস (২৫) সাতক্ষীরার তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি বলেন, ২০০৯ সালের ১৬ জুলাই স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী শিউলী খাতুনকে (১৯) পিটিয়ে হত্যা করেন মোস্তফা।

হত্যার কয়েকমাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতেন মোস্তফা। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই পিটিয়ে হত্যা করে শিউলীকে।

এ ঘটনায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেয় এবং আসামি মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।