গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ৩

র‌্যাব জানায়, যৌতুকের দাবিতে গত ১২ মার্চ রাতে আয়না বেগমকে তার স্বামী, শাশুড়ি ও দেবর মিলে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 11:02 AM
Updated : 27 March 2024, 11:02 AM

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যায় তার স্বামীসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে  জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা।   

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ক্যাম্প-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক। 

গ্রেপ্তাররা হলেন- নওগাঁর ধামুইরহাট উপজেলার বিহারী নগর গ্রামের নুরুল আমিন ওরফে এরশাদ (৩২), তার মা আমেনা বেগম (৪৮) এবং ভাই শাকিল হোসেন (২২)। 

মামলার বরাতে মেজর শেখ সাদিক বলেন, যৌতুকের দাবিতে গত ১২ মার্চ রাতে বিহারীনগর গ্রামের নিজ বাড়িতে গৃহবধূ আয়না বেগমকে তার স্বামী এরশাদ, শাশুড়ি আমেনা ও দেবর শাকিল পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। 

“পরে তার মরদেহের গলায় ফাঁস লাগিয়ে একটি গাছে ঝুলিয়ে দিয়ে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে তারা প্রচার করতে থাকেন।”  

তিনি বলেন, বিষয়টি বুঝতে পেরে নিহতের চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় একটি হত্যা মামলা করলে তারা পালিয়ে যান। 

তথ্য প্রযুক্তির সহায়তার মঙ্গলবার রাতে তাদের ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করে ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।