২৫ জানুয়ারি বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে।
Published : 12 Feb 2025, 07:19 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
ঘটনার ১৮ দিন পর সোমবার ওই ছাত্রীর মা গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক যুবককে আসামি করে মামলা করেন বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
আসামি শংকর পান্ডে (২৩) উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের বাসিন্দা।
এর আগে ২৫ জানুয়ারি উপজেলার কান্দি ইউনিয়নের একটি গ্রামের এ ঘটনা ঘটে।
মামলায় বলা হয়েছে, ঘটনার দিন ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা ও বাবা জমিতে কাজ করতে যান। এই সুযোগে প্রতিবেশী শংকর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরে বাবা-মা বাড়িতে গিয়ে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখলে স্থানীয় হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যান।
ওই ছাত্রীর বাবা বলেন, “মেয়ের কাছ থেকে শোনার পর ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও বাবু দফাদারকে জানাই। তারা সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন।
“কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও তারা কোনো সমাধান করে দেননি। এ কারণে মামলা করতে দেরি হয়েছে। এ ঘটনায় জড়িত শংকরের শাস্তি চাই।”
ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, “ঘটনাটি শোনার পর ভুক্তভোগীদের বাড়িতে গিয়েছিলাম। তাদের সান্ত্বনা দিয়েছি। তবে মীমাংসার আশ্বাস দেইনি।”
এ বিষয়ে জানতে শংকরের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওসি আবুল কালাম আজাদ বলেন, আদালত থেকে এখন পর্যন্ত মামলার কোনো আদেশের কাগজ থানায় আসেনি। আদেশের কপি পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।