আইন অমান্য করায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।
Published : 10 Feb 2025, 09:46 PM
ফেনীর সদর উপজেলায় আইন অমান্য করায় দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার অভিযান পরিচালনা করেন বলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি জানান।
তিনি বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
“এ সময় ইটভাটার আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত, বিক্রি করার অপরাধ ও চলতি বছরে লাইসেন্স হালনাগাদ না থাকায় আমিন ব্রিকসকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিনি বলেন, পরে আরেক অভিযানে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ ব্যবসা পরিচালনা এবং ফসলি জমির মাটি সংগ্রহ করায় খাইয়ারা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা করেন।