নীলফামারীতে চুরির সাড়ে ১২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

৮ সেপ্টেম্বর রাতে উত্তরা ইপিজেডে এক্সপোলিংক ইন্ডাস্ট্রির কার্যালয় থেকে ১৫ লাখ টাকা চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2022, 03:04 PM
Updated : 14 Sept 2022, 03:04 PM

নীলফামারীতে একটি শিল্প প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া সাড়ে ১২ লাখ উদ্ধারসহ তাদের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার জেলা শহরের পূর্বকুখাপাড়ায় মো. আনারুল (৩০) নামের ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়। আনারুল পূর্বকুখাপাড়ার আইয়ুব আলীর ছেলে। 

নীলফামারী সদর থানার ওসি মো. আব্দুর রউপ জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে উত্তরা ইপিজেডে এক্সপোলিংক ইন্ডাস্ট্রির কার্যালয়ের একটি আলমারি থেকে ১৫ লাখ টাকা চুরি হয়। পরদিন থানায় মৌখিক অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার। 

“তদন্তে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও দেখে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আনারুলের সম্পৃক্ততা পায় পুলিশ। বুধবার ভোরে শহরের পূর্বকুখাপাড়ায় আনারুলের বাড়ি থেকে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।” 

জিজ্ঞাসাবাদে আনারুল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও ওসি জানান। 

“তবে ১৫ লাখ টাকা নয়, ১২ লাখ ৫০ হাজার টাকা চুরির কথা স্বীকার করেছেন তিনি,” বলেন ওসি। 

তিনি আরও জানান, ওই সাড়ে ১২ লাখ টাকার মধ্যে একজনকে ২০ হাজার টাকা ধার পরিশোধ ও ৩৪ হাজার টাকা বিভিন্নভাবে খরচ করে এবং অবশিষ্ট ১১ লাখ ৯৬ হাজার টাকা একটি প্লাস্টিকের বয়ামে ভরে মাটিতে পুঁতে রাখেন। 

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার বাদী হয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন।