বেনাপোলে সোনার বারসহ ভারতগামী যুবক আটক

শুল্ক গোয়েন্দারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আটক যুবক তার পায়ুপথে সোনার বার আছে বলে স্বীকার করেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2024, 07:13 AM
Updated : 29 Jan 2024, 07:13 AM

যশোরের বেনাপোলে ভারতগামী এক যুবকের পায়ুপথে মিলল ২৩৩ গ্রাম ওজনের দুটি সোনার বার।

সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পার হয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের জন্য আটকের পর তার কাছে সোনার বার পাওয়া যায় বলে বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা কামাল হোসেন জানান।

শুল্ক গোয়েন্দা সদস্যদের দাবি, আটক ২১ বছর বয়সি মেহেদী হাসান সোনা পাচারকারী। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন জোয়াগ গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দার কামাল হোসেন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তার পায়ুপথে দুটি সোনার বার আছে বলে স্বীকার করেন মেহেদী।

পরে ২৩৩ গ্রাম ওজনের বার দুটি উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দারা।

আটক মেহেদীর বিরুদ্ধে মামলার পর বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা কামাল হোসেন।