৪/৫ দিন আগে ওই যুবককে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 06 Jun 2023, 09:49 PM
মাদারীপুরে নদীতে ভাসমান এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে; যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পূর্ব রাস্তি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
আনুমানিক ২৬ বছর বয়সি ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি মনোয়ার হোসেন বলেন, ওই এলাকার আড়িয়াল খাঁ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরে কোনো ধারালো কিছু দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কমপক্ষে ৪ থেকে ৫ দিন আগে ওই যুবককে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা করা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।