খাবারের প্রলোভন দেখিয়ে আসামি দুই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় বলা হয়েছে।
Published : 17 Mar 2025, 04:37 PM
বগুড়ার কাহালুতে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
রিমান্ড পাওয়া নুরুল ইসলাম নুরু (৪০) উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর।
মোসাদ্দেক হোসেন বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকড় এলাকা থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে বুধবার শিশু দুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেই সময় নুরুল তাদের খাবারের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নুরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।
বগুড়ায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা
ঘটনাটি জানাজানি হলে শুক্রবার রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করায়।
এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে নুরুল ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান কাহালু থানার ওসি আব্দুল হান্নান।