এরশাদ প্রামাণিকের সঙ্গে তার ভাই মমতাজ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
Published : 06 Nov 2024, 03:27 PM
নাটোরের সিংড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে এক বৃদ্ধকে পিটিয়ে ও মারধর করে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সিংড়ার চৌপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার পরিদর্শক মো. আসমাউল হক।
নিহত ৬৫ বছরের এরশাদ আলী প্রামাণিক ওই এলাকার প্রয়াত ছবি প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবারের বরাতে পরিদর্শক আসমাউল বলেন, এরশাদ প্রামাণিকের সঙ্গে তার ভাই মমতাজ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে এরশাদের সঙ্গে মমতাজের দুই ছেলে আহসান এবং মশালের কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে আহসান তার চাচা এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে এবং মশাল কিল ঘুষি মারে। এতে এরশাদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।”
তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহত এরশাদের মরদেহ সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।