লালমনিরহাটে প্রতিবন্ধী যুবককে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

ওই যুবকের মা চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে থানায় মামলা করেছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2022, 01:04 PM
Updated : 10 Nov 2022, 01:04 PM

লালমনিরহাট সদরে এক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সদর উপজেলার দুড়াকুটি বাজারে এই নির্যাতনের ঘটনা ঘটে বলে ওই যুবকের মায়ের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়।

এই ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

২৫ বছর বয়সী এই যুবক লালমনিরহাটের আদিতমারি উপজেলার পুর্ব দৈলজোড় (সাকোয়ারপাড়) এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ওই যুবকের মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

সেই মামলায় ইসমাইল হোসেন (৬০) ও মঞ্জুর আলম (৪০) নামের দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।

এলাকাবাসী জানান, অন্তত এক যুগ ধরে মানসিক ভারসাম্যহীন ওই যুবক দুড়াকুটি বাজারে ঘোরাফেরা ও রাত কাটাতেন। বুধবার দুড়াকুটি বাজারে স্থানীয় কিছু মানুষ তাকে বিরক্ত করে খেপিয়ে তোলে। এক পর্যায়ে গাছে বেঁধে প্যান্ট খুলে উলংগ করে প্রচণ্ডভাবে মারধর করে।

নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “প্রতিবন্ধী ছেলেটি অতর্কিতভাবে আমার উপর চড়াও হয়ে মুখে ও শরীরে আঘাত করে। এভাবে আরও কয়েকজনকে আঘাত করলে লোকজন ক্ষিপ্ত হয়ে যায়। পরে আমি বাজারে এসে দেখি কিছু লোক তাকে গাছে বেঁধে রেখেছে। এ সময় আমি প্রতিবন্ধী ছেলেটির হাতে থাকা লাঠি দিয়ে দুটি মাইর দেই।”

ওসি এরশাদুল আলম বলেন, “প্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় আমরা ভিডিওর ছবি শনাক্ত করে দুজনকে আটক করি এবং ওই ব্যক্তির মায়ের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”