কিছু সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে, বলেন লাভেলো আইসক্রিম তৈরি কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক।
Published : 29 Dec 2024, 07:12 PM
ভালুকায় বকেয়া বেতন, নৈশ বিল-ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন একটি আইসক্রিম তৈরি কারখানার শ্রমিকরা।
রোববার সকালে ওই মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ থেকে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা অবরোধ থেকে সরেন বলে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান।
অবরোধকারী শ্রমিক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের ওই আইসক্রিম কারখানাটির অবস্থান। এতে দুই থেকে আড়াইশো শ্রমিক কর্মরত আছেন।
দুই মাসের বকেয়া বেতন, নৈশ বিল-ভাতাসহ দাবিতে রোববার সকালে কাজ ফেলে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরে সকাল ৯টার দিকে তারা কারখানার কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকার দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়ে মহাসড়কে যাতায়াত করা পরিবহন ও যাত্রী সাধারণ।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক আশিকুল ইসলাম বলেন, অক্টোবরের আংশিকসহ নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে তাদের। তাছাড়া ১৬ মাসের নৈশ ভাতা ও ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। দিই-দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না। এতে তাদের পরিবার নিয়ে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে। তাছাড়া সরকারের ঘোষণা মত তাদের বেতন বাড়ানো হয় না। এসব কারণে তারা মহাসড়কে নেমে আসতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে।
পরে ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায় ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান।
লাভেলো আইসক্রিম তৈরি কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. তাহের বলেন, “কিছু সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে।”