পুলিশ জানায়, ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
Published : 18 Jun 2024, 04:11 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে মাহমুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান৷
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরের চরআবাবিল গ্রামের নূর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)।
প্রতিবেশীদের বরাতে ওসি বলেন, “নূর বানু ও তার মেয়ে বিলকিস মাহমুদপুর বটতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে গৃহকর্মীর কাজ করতেন। ভোরে নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে বৈদ্যুতিক লাইনের পাশে থাকা ধাতব খুঁটি ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন৷
“এ সময় চিৎকার শুনে পাশে থাকা বিলকিস তার মাকে ধরে সরাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন৷ এ সময় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করে৷”
স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মা-মেয়ের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি নূরে আযম জানান।