আত্মীয়ের মৃত্যুর সংবাদে তিন বন্ধু মোটরসাইকেলে সেখানে যাচ্ছিলেন।
Published : 26 Sep 2022, 09:08 PM
যশোরের শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন দুই কলেজছাত্র।
সোমবার দুপুরে উপজেলার জামতলা-পুটখালি সড়কের বালুণ্ডা মোড়ে এ ঘটনা ঘটে বলে বালুণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান।
নিহত রাশেদুল ইসলাম (১৭) ওই এলাকার আসাদুর রহমানের ছেলে। তিনি বালুণ্ডা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
আহত আরিফুল ইসলাম (১৯) ও জহুরুল ইসলামকে (১৯) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুজন কলেজছাত্র বলে জানান মিজানুর রহমান।
শার্শার পুটখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফ্ফার সরদার বলেন, এক আত্মীয় মারা যাওয়ার সংবাদে রাশেদুল দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সেখানে যাচ্ছিলেন।
“পথে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ তারা পাশের একটি পুকুরে পড়ে যান।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাশেদুল মারা যান; আরিফুল ও জহুরুলকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।