সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Published : 14 Jun 2024, 07:26 PM
বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে এক রাজমিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ভাইয়ের সঙ্গে জমির বিরোধে তিনি খুন হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার আধুনা গ্রামের পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গৌরনদী থানার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আজাদ।
লাশ উদ্ধার হওয়া মো. আলমগীর সরদার (৪৮) ওই গ্রামের মৃত আলী হোসেন সরদারের ছেলে।
এসআই আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রহার বাজার থেকে বাড়ির পথে রওয়ানা হন আলমগীর। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখে খবর দিলে তা উদ্ধার করা হয়েছে।
আলমগীরের স্ত্রী শেফালী বেগম ও ছেলে ইলিয়াস সরদারের দাবি- জমি নিয়ে আলমগীরের সঙ্গে ছোট ভাই শাহজালাল সরদার শাহবুদ্দিনের মধ্যে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার বিকালে দুই ভাইয়ের ঝগড়া হয়। তখন শাহবুদ্দিন হুমকি দিয়েছে ভাইকে হত্যা না করে ঘরে ফিরবে না।
তাদের দাবি- জমি নিয়ে বিরোধে শাহাবুদ্দিন ও তার স্ত্রী ঝুমুর এই হত্যা করেছেন। শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করলে হত্যার রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তারা।
তবে ঘটনার পর থেকে শাহাবুদ্দিন ও তার স্ত্রী এলাকায় না থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসআই আজাদ বলেন, সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই কীভাবে মারা গেছে, সেই বিষয়ে ধারণা করা সম্ভব হচ্ছে না।
“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলতে পারব।”
এছাড়া পরিবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন এসআই আজাদ।
গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”