টঙ্গীতে দুই স্থানে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

পাগার এবং মিল গেইট নামাপাড়ায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 02:15 PM
Updated : 7 May 2023, 02:15 PM

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার দুপুরে পাগার এলাকায় ‘হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের’ একটি ঝুটের গুদাম এবং মিল গেইট নামাপাড়ায় একটি ঝুটের গুদামে আগুন লাগে।  

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। 

দুপুর ১টা ২০ মিনিটের দিকে হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডে আগুন লাগে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান।

তিনি জানান, হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের গুদামে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট গিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।    

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান জানান, দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকায় ঝুট গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান এবং বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।