আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Published : 14 Nov 2024, 11:25 AM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে, যাকে ‘মাদক কারবারি’ বলছে র্যাব।
বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে থেকে তাকে আটক করা বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার দেবজিত পাল।
আটক মো. মাহাফুজুর রহমান (২৬) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব পদুয়া মাঝের দোকান এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।
দেবজিত পাল বলেন, বুধবার রাতে চকরিয়া থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে চকরিয়ার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে মহাসড়কে অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশী শুরু করে র্যাব সদস্যরা।
এক পর্যায়ে চকরিয়ার দিক থেকে আসা ‘চকরিয়া সার্ভিস লিমিটেড’ নামের একটি বাসে তল্লাশী চালানো হয়। গাড়িতে যাত্রী বেশে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়।
“পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা দুইটি বস্তা থেকে ২০ কেজি করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।“
র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, প্রাথমিক স্বীকারোক্তিতে আটক ব্যক্তি জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করেছিলেন।
“তিনি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে যাত্রী বেশে কক্সবাজার নিয়ে আসতেন। পরে সুবিধাজনক সময়ে পাইকারি হিসাবে বিক্রি করতেন। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।