মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
Published : 16 Sep 2024, 11:06 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক।
গ্রেপ্তার মো. মাসুদ আলম (২৩) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আহসান উল্লার ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ৮ সেপ্টেম্বর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী।
সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে মাসুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
ওসি আজিজুল হক জানান, সন্ধ্যায় মাসুদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তাকে কুমিল্লার আদালতে তোলা হবে।