গহনাগুলোর মধ্যে আছে- ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুইটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল।
Published : 30 Jan 2025, 05:27 PM
যশোরের শার্শা উপজেলার সীমান্তে ভারত থেকে আনা ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হীরার গহনাসহ একজনকে আটক করা হয়েছে। যাকে ‘পাচারকারী’ বলছে বিজিবি।
বুধবার রাতে উপজেলার পাঁচভূলোট সীমান্তের আনুমানিক এক কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
আটক হাফিজুর রহমান (৫৫) পাচভূলোট গ্রামের শাহাদত মোড়লের ছেলে।
বিজিবি কর্মকর্তা বলেন, ভারত থেকে হীরার গহনা নিয়ে একজন পাচারকারী আসার গোপন সংবাদ পেয়ে পাঁচভূলোট বিওপির টহলদল পাঁচভূলোট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়।
এসময় পাঁচভুলোট সীমান্ত থেকে ব্যাটারিচালিত ভ্যানে হাফিজুরকে আসতে দেখে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশী করে কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গহনা পাওয়া যায়।
গহনাগুলোর মধ্যে ছিল- ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুইটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল। যার বাজারমূল্য ৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৭০ টাকা।
এছাড়া আনুমানিক মূল্য ৪০হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানসহ সর্বমোট জব্দমূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭০টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
খুরশীদ আনোয়ার আরও জানান, এ ব্যাপারে মামলা দিয়ে হাফিজুরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা গহনা যশোর জুয়েলারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।