আসামি নুরে আলম শাহীন ও এস এম নজরুল ইসলাম পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের আপন ভাই।
Published : 24 Oct 2024, 07:53 PM
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পিরোজপুরের নাজিরপুরে মামলা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বুধবার রাতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন বলে নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ জানান।
মামলার আসামিদের মধ্যে আরো রয়েছেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।
নুরে আলম শাহীন ও এস এম নজরুল ইসলাম পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের আপন ভাই।
মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৯ অগাস্ট বিকালে একটি সমাবেশের আয়োজন করে বিএনপি। সেই কর্মসূচিতে শ ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।