ট্রেন তিনটি চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
Published : 11 Oct 2024, 09:26 PM
কোভিড ১৯ মহামারির সময়ে বন্ধ হওয়া ময়মনসিংহ-ভৈরববাজার লোকাল ও ঢাকা-ময়মনসিংহ ঈশাখাঁ এক্সপ্রেসসহ তিনটি ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার বিকালে ময়মনসিংহের গৌরীপুর জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলও হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোভিড মহামারির সময়ে সারাদেশে ট্রেন বন্ধ হওয়ার পর পুনরায় চালু হলেও অদৃশ্য কারণে ময়মনসিংহ থেকে ভৈরববাজার লোকাল ও ঢাকা থেকে ভৈরববাজার হয়ে ময়মনসিংহ চলাচল করা ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেনসহ তিনটি ট্রেন বন্ধই থেকে যায়।
এতে এই রুটে চলাচল করা যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, গৌরীপুর অঞ্চলের অনেক শিক্ষার্থী বিভাগীয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ট্রেনে চড়ে ক্লাস করতে যেত । কিন্তু ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে হাজার হাজার শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে।
এ অবস্থায় ট্রেন তিনটি ফের চালুর দাবি জানান বক্তারা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উজ্জ্বল চন্দ্র রবিদাস, আব্দুর রাকিব পলাশ, বিশ্বজিৎ কুমার চন্দ, সাইদুর রহমান লিংকন, সুলতান ইসলাম, মীর হোসেন মীরন, আব্দুল কাইয়ুম, সালাহ উদ্দিন মোহাম্মদ সেলিম, সৌমিত্র চন্দ্র দাস, ইসমাঈল হোসেন, আবুল কালাম, মো. সোহেল, মিজানুর রহমান, মো. আলামিন, মো. রমজান আলী।
এদিকে, রেলওয়ের ময়মনসিংহ বিভাগের জ্যেষ্ঠ সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী বলেন, “কোভিড মহামারির সময় থেকে বন্ধ তিনটি ট্রেনের বিষয়ে আমার জানা নেই। ট্রেন বন্ধ বা চালুর বিষয়টি রেলের পরিবহন শাখাই ভালো বলতে পারবে। তবে কোনো কারণে ট্রেন বন্ধ হলে বিষয়টি আমাদের জানানো হয়।”
ট্রেন তিনটি নিয়ে মানববন্ধনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান আকরাম আলী।