এ ঘটনায় আটক তিনজনকে চোরাকারবারি বলছে বিজিবি।
Published : 27 Aug 2024, 06:40 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে; যার মূল্য সাত কোটি টাকার বেশি বলে বিজিবির ভাষ্য।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে; যাদের চোরাকারবারি বলছে বিজিবি।
মঙ্গলবার সকালে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে উপজেলার বিত্তিপাড়া সীমান্ত থেকে মালামালসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মো. রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের ইমাম হোসেন এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার মোবারক হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে চোরাই পণ্যের একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে; এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়।
রাত দেড়টার দিকে একদল লোক মাথায় বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকছে দেখে তাদের ঘিরে ফেলে বিজিবি সদস্যরা। পরে তাদের বস্তাগুলো তল্লাশি করে সাত বোতল মাদক (এলএসডি), কসমেটিক, শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মূল্য সাত কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।
সকালে বিজিবির পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।