নিহত শ্রমিকের নাম সাবিনা। তিনি গোল্ডেন রিফিট গার্মেন্টসে কাজ করতেন।
Published : 18 Mar 2025, 12:29 AM
গাজীপুরের বাঘের বাজার এলাকায় গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বিক্ষোভের সময় শ্রমিকদের ইটপাটকেলে নিজেদের ছয় সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
নিহত শ্রমিকের নাম সাবিনা। তিনি গোল্ডেন রিফিট গার্মেন্টসে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় সড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় মৃত্যু হয় তার।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, শ্রমিক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেখানে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
“কিন্তু শ্রমিকদের সঙ্গে থাকা কিছু বহিরাগত ব্যক্তি মহাসড়ক না ছাড়ার কথা বলে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশ ও মহাসড়কের গাড়িগুল লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। এতে পুলিশের ছয় সদস্য আহত হন।”
ওসি বলেন, “পরে টিয়ার শেল ছুঁড়ে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।”