চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দুই চালকই রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 09:32 AM
Updated : 28 May 2023, 09:32 AM

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর পৌরএলাকার লক্ষ্মীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা। 

নিহত আলাউদ্দীন মণ্ডল উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর মাঠপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ৫৫ বছরের আলাউদ্দীন পেশায় একজন কৃষক ছিলেন। 

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক। ৪২ বছরের রাজ্জাক উপজেলার হাকাদহ গ্রামের একজন কৃষক। 

ওসি নাসির উদ্দিন মৃধা জানান, আলাউদ্দীন মণ্ডল বাইসাইকেল নিয়ে জীবননগর বাজারে যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। 

এ সময় তারা দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দীনকে মৃত ঘোষণা করেন। আর আহত মোটরসাইকেল চালক রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। 

ওসি নাসির আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।