পণ্যবাহী কর্ভাড ভ্যানটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
Published : 26 Mar 2024, 02:33 PM
মাগুরা সদর উপজেলায় মোটরসাইকেল ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীসহ দুই নারী।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মণ্ডল।
নিহত শাহজাদ জোয়ার্দার (৪০) ঝিনাইদহ জেলার পাইক পাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।
ওসি গৌতম জানান, শাহজাদ জোয়ার্দার মোটরসাইকেলে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশি এক নারীকে নিয়ে মাগুরার ওয়াবদা এলাকায় যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকান্দর এলাকায় ঢাকা থেকে যশোরমুখী একটি কভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় শাহজাদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুজন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
ওসি আরও জানান, পণ্যবাহী কর্ভাড ভ্যানটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।