চিকিৎসকের বরাতে ওসি জানান. অন্য আহতদের চিকিৎসা চলছে এবং তারা সকলেই আশঙ্কামুক্ত।
Published : 22 Mar 2024, 09:35 AM
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারানো অটোরিকশা দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার রাতে জয়পুরহাটে সদর উপজেলার হিচমী হিলি বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট থানার ওসি হুমায়ুন কবির।
নিহত হারুনুর রশিদ (৬০) সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলী ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার কড়ই মাদ্রাসার মধ্যপাড়া এলাকার রিয়াদ (১৮), তার ছোট বোন শ্রাবণী (১৪) ও অটোরিকশাটির চালক তোজাম্মেল (৪১)।
ওসি হুমায়ুন জানান, হিচমি হিলি বাইপাস রোডের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে কড়ই এলাকায় যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা দেয়।
এতে অটোরিকশায় থাকা চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার সময় হারুনুর রশিদের মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসকের বরাতে ওসি আরও জানান. অন্য আহতদের চিকিৎসা চলছে এবং তারা সকলেই আশঙ্কামুক্ত।