সাইনবোর্ড এলাকায় বাজার করে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন নাজমুল হোসেন।
Published : 29 Mar 2024, 01:34 PM
গাজীপুর মহানগরের গাছা থানায় কভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাকসুদুর রহমান।
নিহত নাজমুল হোসেন (৪০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্বাকাশ্বর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানার ইছরকান্দি এলাকায় বসবাস এবং ঝুট ব্যবসা করেন।
এ ঘটনায় কভার্ডভ্যান চালক মো. আমির হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। তিনি ঢাকার মিরপুর-১০ নম্বরে বাসিন্দা আলী আজমের ছেলে।
সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর জানান, বৃহস্পতিবার রাতে সাইনবোর্ড এলাকায় বাজার করে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠছিলেন নাজমুল হোসেন। এ সময় ঢাকাগামী বেপরোয়া গতির কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে নাজমুল মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনার পর এলাকাবাসী কভার্ড ভ্যানটি আটক করে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাছা থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, আটক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কভার্ড ভ্যান ও মোটরসাইকেলটিও গাছা থানায় নেওয়া হয়েছে।