মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকরা এ আয়োজন করে।
Published : 13 Apr 2024, 12:29 AM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কবিতা, গল্প ও পুঁথিপাঠের মধ্য দিয়ে ঈদের আড্ডায় মেতেছিলেন পাঠকরা।
হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকরা শুক্রবার বিকালে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি হাইস্কুল মাঠে এই ঈদ আড্ডার আয়োজন করেন।
অতিরিক্ত জেলা জজ তৈয়বুল আজহার উজ্জ্বলের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল।
অধ্যাপক তারেক রেজা বলেন, “হরিরামপুর লোকগানের জন্য বিখ্যাত। হরিরামপুরের মানুষ আসলেই ব্যতিক্রম। এখানে শিশুরা অনেক সুন্দর কবিতা পাঠ করেছে। শিশুদের কাছ থেকেও আমাদের শেখার আছে।”
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন।
উন্মুক্ত আসরে কবিতা পাঠ করেন হরিপদ সূত্রধর, জিসান রহমান সম্রাট, জাহিদ আজিম, শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের পাশাপাশি সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।