ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ঢাকার পথে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ

ওই এলাকায় ট্রেনের দুটি লাইন থাকায় ডাউন লাইনে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 08:40 AM
Updated : 27 April 2023, 08:40 AM

ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর দাড়িয়াপুরে কনটেইনারবাগী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকামুখী ট্রেন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, মালবাহী ট্রেনটি দাড়িয়াপুর এলাকা অতিক্রম করার সময় ৭টি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওই এলাকায় ট্রেনের দুটি লাইন থাকায় ডাউন লাইনে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

দুর্ঘটনার কারণে তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়েছে।

রেল চলাচল কখন স্বাভাবিক হবে, দুর্ঘটনার কারণ কী, এসব বিষয়ে কিছু জানাতে পারেননি স্টেশন মাস্টার। তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে।