নিহতের নাকে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 09 Feb 2024, 02:33 PM
নেত্রকোণার দুর্গাপুরে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে।
শুক্রবার সকালে তা ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে দুর্গাপুর থানার এসআই আব্দুল হান্নান জানান।
নিহত ৪৫ বছর বয়সী সাইফুল দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে।
এসআই আব্দুল হান্নান বলেন, পূর্ব উৎরাইল এলাকার লোকজন সড়কে সাইফুলের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
“নিহতের নাকে আঘাতের চিহ্ন রয়েছে; তাকে হত্যার পর লাশ সড়কে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে এসআই বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা।