টাঙ্গাইলে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

এ ছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2022, 04:07 PM
Updated : 9 Nov 2022, 04:07 PM

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পরিদর্শক তানবীর আহমেদ জানান।

যাবজ্জীবন ছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে। 

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন (৩৪) জেলার গোপালপুর উপজেলার ঘুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে।

গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে আসামি পলাতক রয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমেদ এবং এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ভুক্তভোগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্য দিনের মত সে স্কুলে যায়। শিশুটিকে স্কুল থেকে অপহরণ করে আলমগীর তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

পর দিন শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন।

একই বছরের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার ওই সময়ের এসআই তোজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিশেষ পিপি জানান, মামলায় দুটি ধারায় আলাদাভাবে আসামিকে সাজা দেওয়া হয়েছে। উভয় অপরাধের সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।