এ ছাড়া অবৈধভাবে সিগারেট মজুদ করার দায়ে গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 23 Jan 2025, 09:20 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় অবৈধভাবে সিগারেট মজুদ করে বেশি দামে বিক্রির দায়ে একজনকে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া সিগারেট রাখা গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মার্কাজ রোডের মেসার্স শশী মোহন রায়ের সিগারেটের গুদামে এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
দণ্ড পাওয়ারা হলেন- সিগারেট ব্যবসায়ী মেসার্স শশী মোহন রায়ের প্রতিষ্ঠানের সুপার ভাইজার খন্দকার দেলোয়ার (২৫), ম্যানেজার খালেদ সাইফুল্লাহ (২৫) ও বিক্রয় প্রতিনিধি আতাউর রহমান নুরনবী (৩৪)।
তাদের মধ্যে দেলোয়ারকে পাঁচ দিনের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা, সাইফুল্লাহকে ৫০ হাজার টাকা এবং নুরনবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার এম এ কাদের বলেন, জেলা শহরের ব্যবসায়ী শশী মোহন রায়ের বেনসন, স্টার, পাইলটসহ বিভিন্ন সিগারেটের ডিলারশিপ রয়েছে। তিনি মোহনগঞ্জের একটি ভাড়া বাসায় সিগারেট গুদামজাত করে আশপাশের কয়েক উপজেলায় ব্যবসা পরিচালনা করে আসছেন।
ওই গুদামে আগের দামে কেনা সিগারেট অবৈধভাবে মজুদ করে সম্প্রতি ডিলারের লোকজন প্রতি প্যাকেট সিগারেটের গায়ে লেখা মূল্যের চেয়ে ৪০-৫০ টাকা বেশি দরে বিক্রি করছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে প্রমাণসহ অভিযোগ করেন এলাকার লোকজন।
তিনি বলেন, বিকাল সোয়া ৪টার দিকে ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রকার সিগারেটের প্যাকেটে থাকা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে ওই তিনজনকে আটক করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে অর্থদণ্ড ও একজনকে অর্থদণ্ডসহ পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান সহকারী কমিশনার।