কয়লার মজুদ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান এক প্রকৌশলী
Published : 02 Nov 2024, 06:14 PM
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কায়লা সংকটের কারণে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার।
শনিবার তিনি জানান, বিদ্যুৎ প্রকল্পের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনা হয়। অগাস্টে জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপর ইউনিট ডিসেম্বরে চালু হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন পর্যন্ত সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ পাঁচ হাজার টন কয়লা আনা হয়।
সেই কয়লার মজুদ পুরোপুরি শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান প্রকৌশলী মনোয়ার হোসেন।
তিনি বলেন, তিন বছরের কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু সাবেক এক প্রকল্প পরিচালক একটি প্রতিষ্ঠানকে বেআইনি সুবিধা দিতে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় ১০ মাস দেরি করে বলে অভিযোগ উঠে।
পরে অনিয়মের ঘটনায় অপর ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে অভিযোগ করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ে হাই কোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। পরে আদেশটি উচ্চ আদালতে স্থগিত করা হলেও দীর্ঘমেয়াদে কয়লা আমদানিতে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে সব প্রক্রিয়া শেষ করে নভেম্বরের শেষ দিকে কয়লা আমদানির চেষ্টা চলছে; এলেই উৎপাদন শুরু হবে বলে জানান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক।