লোকসানের কারণে ২০২১ সালের নভেম্বরে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
Published : 06 Sep 2024, 01:07 AM
জামালপুর সদরের শাহপুরে ১০০ মেগাওয়াট মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মালামাল লুট করে নেয়।
বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আলমগীর হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ডাকাতরা অস্ত্রের মুখে প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বাঁধে এবং পরে প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে। এরপর রাতভর লুটপাট চালায়।
“ভেতরে থাকা কয়েকটি কন্টেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে ডাকাতরা। এ ছাড়া অফিসের সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূলবান জিনিসপত্র লুট হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন বলেন, “পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর এলাকায় সাত একর জমিতে ‘পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে পাওয়ার প্যাক মতিয়ারা নামের একটি কোম্পানি এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করেছে; যাতে ব্যয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।
অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে এইচএফও ফার্নেস ওয়েল অর্থাৎ হেভি ফুয়েল ওয়েল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর ১০০ মেগাওয়ার্ডের তেলভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়। লোকসানের কারণে ২০২১ সালের নভেম্বর মাসে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়।