হামলায় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০জন আহত হন।
Published : 08 Aug 2024, 02:18 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের ওপর হামলার পর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম (২৫) পাশের তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে দাউদকান্দির গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে হঠাৎ সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মাহবুব আলম।
তার হামলায় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০জন আহত হন। তাদের উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
পরে হামলাকারী মাহবুবকে অটোরিকশাসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে এলাকাবাসী।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।