তিনি এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন বলে তার সহকর্মীরা জানান।
Published : 12 Feb 2025, 11:37 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ জানান।
নিহত সাংবাদিক জসিম উদ্দিন নিলয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে।
সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নিলয়। এ সময় ফকিরবাজার এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি।
স্থানীয়রা আহত নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “আজ বিকালেও জসিম উদ্দিন নিলয় আমার অফিসে এসেছিলেন একটি কাজে। তার মৃত্যুর খবর শুনেছি। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”