“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তারা সেখান থেকে আর বের হতে পারেননি।”
Published : 23 May 2024, 11:59 PM
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোড় ও লাঠিয়াল বাঁশফোর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বগুড়া স্টেশনের লিডার আব্দুর রহমান বলেন, “ট্যাংকের ভেতরে দুজন সুইপার মৃত অবস্থায় পড়ে ছিলেন। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
“কোনো ধরনের সেফটি ব্যবহার না করেই ওই দুজন ট্যাংকে নেমেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তারা সেখান থেকে আর বের হতে পারেননি।”
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।