পুলিশ জানায়, এ নিয়ে গত ১০ দিনে নোয়াখালীতে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 19 Feb 2025, 06:47 PM
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান।
এ নিয়ে গত ১০ দিনে নোয়াখালীতে মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী তারা।
তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।