পিকআপে আগুন দেওয়ার আগে গরুগুলো লুট হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 13 Sep 2024, 10:53 PM
মাদারীপুর সদর উপজেলায় পিকআপে করে গরু নিয়ে পালানো সময় চোর সন্দেহে দুইজনকে পিটুনি দিয়েছে জনতা। এ সময় পিকআপটিতে অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।
পিটুনিতে আহত দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে পিকআপে আগুন দেওয়ার আগে গরুগুলো লুট হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি সদর উপজেলার মস্তফাপুর থেকে একটি পিকআপ ভ্যানে কয়েকটি গরু নিয়ে শহরের থানতুলি এলাকায় যান। সেখানে তারা গরু বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে দামদর করেন।
বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা গরু বিক্রেতাদের বিভিন্ন প্রশ্ন করেন। পরিস্থিতি খারাপ দেখে পিকআপ ভ্যানটি নিয়ে দুইজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় কয়েকজন যুবক পিকআপটির পিছু নেয়। শহর থেকে কিছুদূর গিয়ে পিকআপটির গতিরোধ করেন তারা।
এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে দুজনকে গণপিটুনি দিয়ে তাদের পিকআপটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন দেওয়ার আগে পিকআপে থাকা গরুগুলো লুট হয়ে যায় বলে জানা গেছে।
ওসি সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা তাদের ব্যাপক মারধর করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।