রাঙামাটির লংগদু উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ ছয় ঘণ্টা পর পাওয়া গেছে।
বুধবার রাত রাত ৯টার দিকে মাইনীমুখ বাজারের অদূরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত সাদিয়া আক্তার রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী।
মাইনী বাজারের বাসিন্দা এবিএস মামুন জানান, মঙ্গলবার সাদিয়ার দাদির মৃত্যুর খবরে পুরো পরিবার মাইনীতে আসে। বুধবার দুপুরের পর দাদির জানাজা হয়। এরপর ফুফাতো বোনের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবে সে নিখোঁজ হয়।
“স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।”
পরপর দুটি মৃত্যুর ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, নৌকাডুবির পর ফুফাতো বোন উঠতে পারলেও সদিয়া স্রোতে ভেসে যায়। নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।
লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। মাইনী নদীতে স্রোতে তালিয়ে গিয়ে সাদিয়া নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাতে লাশ উদ্ধার করে।”
পরিবারের সাথে আলোচনা করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।