এর আগেও ওই নারী তার ছেলেকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি পুলিশের।
Published : 08 Jul 2024, 06:24 PM
সাতক্ষীরা সদর উপজেলায় এক মাস ২৪ দিন বয়সি মমতাজকে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগেও ওই নারী তার দেড় বছর বয়সি ছেলেকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার রইচপুর গ্রামে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধারের পর রাতে তার মাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম।
গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন মুক্তা (২৭) ওই গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে এবং খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন।
ওসি মহিদুল ইসলাম বলেন, “রোববার দুপুরের দিকে সুরাইয়া তার মেয়ে মমতাজকে পানিতে ফেলে দেন। মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে অন্যদের সঙ্গে তিনিও খোঁজাখুঁজি শুরু করেন। রাতে মমতাজকে বাড়ির সামনে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
“খবর পেয়ে পুলিশ শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরাইয়া তার মেয়েকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করন।”
এ ঘটনায় শিশুটির বাবা মুছা শেখ সুরাইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার সুরাইয়া ‘মানসিক ভারসাম্যহীন’ বলে তার বাবার বাড়ির লোকজন দাবি করেছেন বলে জানান ওসি মহিদুল।
ঘটনাটি রহস্যজনক হলেও এর যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী মাধব দত্ত।