“অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
Published : 06 Nov 2024, 04:23 PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি অটোরিকশার আরোহী দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বুধবার সকাল পৌনে ১০টায় উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান।
নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী সায়েম মিয়া (১৮) ও অমিত সূত্রধর (১৮)।
আহতরা হলেন-জান্নাতুল (১১) ও শওকত দেব (১৭)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ইফতেখার বলেন, “শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার পথে ভানুগাছ বটতলা এলাকায় একটি অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুটির প্রাণ বাঁচাতে আরেকটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চার আরোহী আহত হয়।
“তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন।”