পুলিশ জানায়, চেয়ারম্যান কামরুলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
Published : 11 Feb 2025, 08:17 PM
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল ওই গ্রামের বাসিন্দা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও রুপসা বাজারে চেয়ারম্যান কামরুলের নিজস্ব কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর কামরুল বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলেন।
ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, চেয়ারম্যান কামরুলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
চাঁদপুর শহরের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
গ্রেপ্তাররা হলেন- মো. মামুন (২৮), আব্দুল হালিম রকি (২৩), মো. বেলাল (৪০), মো. সুজন (২৮) ও মো. লিটন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান অ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লেট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
ভাঙচুর-লুটপাটের মামলায় পাঁচজন কারাগারে
হাজীগঞ্জ উপজেলায় ভাঙচুর-লুটপাটের মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চাঁদপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে পাঠানোর নির্দেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনুর বেগম।
আসামিরা হলেন- মহিন উদ্দিন (২৫), রাসেল ওরফে গোদা রাসেল (৩০), শুকু ওরফে শুকুর আলম (৪৮), আদর কাশারী (২০) ও রায়হান কাশারী (২৫)। আসামির উপজেলার শ্রমিকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৪ অগাস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার মেসার্স মার্সেল (ইলেকট্রো ল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি, পরবর্তীতে ভাঙচুর, লুট ও কর্মচারীদের হামলা করে আহত করে। এতে প্রতিষ্ঠানের তিনটি ফ্লোরের ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার মালামাল লুট হয়।
এই ঘটনায় ২০ অগাস্ট প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম হাজীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় ৭৪ জনের নাম উল্লেখ এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ মামলার এজহারভুক্ত ওই পাঁচজন চলতি বছরের ৬ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। পরে মঙ্গলবার তারা চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
১২ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সদর উপজেলার রামপুর ইউনিয়ন থেকে দুই মামলায় ছয় বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান।
দণ্ডপ্রাপ্ত আফতাব আহমেদ (৪৫) ওই ইউনিয়নের দেবপুর পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট জাবিদ বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব পরোয়ানাভুক্ত আসামি। তিনি দুটি মামলায় ছয় বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে বলে জানান তিনি।
যুবলীগ নেতা কবির গ্রেপ্তার
অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাশার জানান।
গ্রেপ্তার মাহফুজুল কবির শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নর বাড়ির বাসিন্দা ।
ওসি আবুল বাশার বলেন, গ্রেপ্তার কবির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।