এ ছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় পানশালা বন্ধ থাকবে।
Published : 31 Dec 2024, 08:03 PM
সিলেট নগরীতে থার্টি ফার্স্ট নাইটে সব রকম গান-বাজনা, বাজি পোড়ানো, পটকা ফোটানো, লাউডস্পিকার ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের গান-বাজনা, বাদ্য-বাজনা, হর্ন বাজানো, বাজি পোড়ানো, পটকা ফোটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় পানশালা বন্ধ থাকবে। মাদক বিক্রিও নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।