Published : 01 Oct 2024, 08:27 PM
ঢাকার সাভার উপজেলায় জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
তবে এ ঘটনায় শেরেবাংলা নগর থানা পুলিশ চারজনকে আটক করলেও, প্রাথমিক তদন্তে এক যুবকের সংশ্লিষ্টতা পাওয়ায় বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা প্রক্রিয়াধীনের কথা জানিয়েছে পুলিশ।
এর আগে ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার ছায়াবীথি এলাকার একটি বাড়ির ছাদে ওই তরুণীকে ছুরিকাঘাত করা হয়।
নিহত জারা আক্তার সেতু (১৯) ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আটক আকাশ (২০) একই মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর রাতে আকাশ তার জন্মদিন উপলক্ষে সেতুকে ওই এলাকার ঠাণ্ডু মোল্লার ছয়তলা ভবনের ছাদে নিয়ে যান। সেখানে সেতুকে বিয়ের জন্য চাপ দিলে আকাশের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে সেতুর পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আকাশ।
পরে আকাশ ও তার বন্ধুরা সেতুকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দায়িত্বরতরা ঘটনাটি শেরেবাংলা নগর থানাকে জানান।
শেরেবাংলা নগর থানার এসআই নুসরাত জাহান বলেন, “রাত দেড়টার দিকে সাভার থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় এক তরুণীকে নিয়ে আসেন চার যুবক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চার যুবককে আটক করে শেরেবাংলা নগর থানায় খবর দেয়।
“পরে হাসপাতালে গিয়ে ওই তরুণীর লাশ সুরতহাল করা হয়। ওই তরুণীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ চার যুবককে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।”
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, সেতু হত্যার ঘটনায় হাসপাতাল থেকে চারজনকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তবে ঘটনার সঙ্গে শুধু প্রেমিক আকাশের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পরে বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।