এ ছাড়া একটি হাসপাতালে চিকিৎসকের সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 10 Dec 2024, 12:23 AM
চাঁদপুরের মতল দক্ষিণ উপজেলায় কাগজপত্রের নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা ও একটিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলায় নারায়নপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।
সিলগালা করা হাসপাতাল দুটি হলো- নারায়নপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং মীম জেনারেল হাসপাতাল। এ ছাড়া ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মহিব উল্লাহ সৌরভ বলেন, নারায়নপুর জেনারেল হাসপাতালের কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্রের নবায়ন না থাকায় সিলগালা করা হয়েছে। এ ছাড়া হাসপাতালটির ব্যবস্থাপক আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করায় ৫০ হাজার এবং নবজাতক মৃত্যুর ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে।
পরে ওই এলাকার মীম জেনারেল হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকায় সিলগালা এবং এর মালিক মো. জসিম উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া বাজারের ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মহিব উল্লাহ সৌরভ।
ইউএনও ফাতিমা সুলতানা বলেন, গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সিলগালা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।