নিষেধাজ্ঞা অমান্য করা জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
নেত্রকোণার মদন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।
নিহত ৪০ বছর বয়সী জয়নাল আবেদীন উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ইউএনও জানান, জয়নাল সকালে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জয়নালের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন ইউএনও শাহ আলম।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেন ইউএনও।