বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর একই দিনে ফি জমা দেওয়া যাবে; বাড়িতে লাইসেন্স যাবে ডাকযোগে।
Published : 28 Mar 2023, 10:09 PM
দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গায়ও একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – বিআরটিএ।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিআরটিএ-এর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, এ কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
“ওই দিনই মোবাইলে এসএমএসের মাধ্যমে ফি জমা দিলে তার বাড়িতে ডাকযোগে লাইসেন্স চলে যাবে।”
উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দেশের আরও কয়েকটি জেলায় বিআরটিএ এই কার্যক্রম শুরু করেছে।