ফেনীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

লাশ মর্গে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2022, 03:48 AM
Updated : 20 Dec 2022, 03:48 AM

ফেনীর ফুলগাজীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের প্রাণ গেছে। আহত হয়েছে তার দুই বন্ধু।

ফুলগাজী সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া এলাকার ফেনী-পরশুরাম সড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন জানান।

নিহত ২১ বছর বয়সী জিহান ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ তারালিয়া চৌধুরী বাড়ির আবু সুফিয়ান ওরফে সাবলু চৌধুরীর ছেলে।

আহতরা হলেন- দক্ষিণ তারালিয়া গ্রামের মঞ্জুর ছেলে অনিক (২২) ও মফিজুর রহমানের ছেলে শিমুল (২১)।

নিহতের স্বজনরা জানান, উপজেলার মুন্সীরহাট থেকে মোটসাইকেলে করে পরশুরাম যাচ্ছিলো তিন বন্ধু। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিহানকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজিফা আনজুম বলেন, মোটরসাইকেল আরোহী আহত একজনকে ভর্তি করা হয়েছে। আর আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মঈন উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।